নেত্রকোনার মদনে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
পিয়াস আহমদ , নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বিদ্যুতের পিলার বোঝাই কৃত হ্যান্ড ট্রলি-ঠেলা গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রী লাকী আক্তার (১৯) নিহত হয়েছে।
মদন থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকী আক্তার এইচএসসি টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে মদন সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা করে সুজন বাজারের পার্শ্বে পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
ওই সময় নেত্রকোনা থেকে খালিয়াজুরীর রসুলপুরগামী পল্লী বিদ্যুতের পিলার বোঝাই কৃত হ্যান্ড ট্রলি-ঠেলা গাড়ির ধাক্কা লেগে লাকী আক্তার পাকা রাস্তায় পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে ঠেলা গাড়ির চাকা যায়।
এতে লাকী আক্তার মাথায় ও পায়ে গুরুতর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন লাকী আক্তারকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন ঘাতক চালককে আটক করে মদন থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালককে হেফাজতে নিয়ে হ্যান্ডট্রলি-ঠেলা গাড়ি জব্দ করেন।
মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারোঘড়ি গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে মৃতা লাকী আক্তার। সে মদন সরকারি কলেজে এইচএসসিতে পড়তো।
অপরদিকে ঘাতক আনারুল হক (২২) নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ভুটিয়ার বাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
মদন থানার এএসআই মোঃ জিয়াউর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনায় প্রেরণ করা হয়েছে। ঘাতক চালক থানার হাজত খানায় আটক আছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।