নীল দিগন্তে মা তুমি ভালো থেকো
—মুহাম্মদ আসাদুজ্জামান
সেই যে কবে দেখেছিলাম সন্ধ্যায় বাড়ির উঠানে মা তুমি বসেছিলে একা চেয়ারে
কালের ব্যস্ততায় সবই আজ স্নৃতির পাতায় শুধু নীল সবুজে তোমাকে খুঁজে বেড়ায়
মনে পড়ে স্কুল শেষে বাড়ির পাশে ছোট্ট নদীতে ভেলায় ভেসে বহুদূরে যেতাম
ফসলের ক্ষেত আর আঁকাবাঁকা বিল ঘেঁষা ঘাসফুল কুড়িয়ে তোমার জন্য মালা গেঁথে দিতাম
মেঠোপথে স্কুল শেষে দেরি করে বাড়ি ফেরার গল্প আর তোমার কানমলা খাওয়া মিস করি
বৈশাখী ঝড়ে মা তোমার ভালোবাসার সিক্ত শাসন উপেক্ষা করে আম কুড়ানো বড্ড মনে হয়
তোমার হাসিমাখা বিশুদ্ধ ডাক আজও ভুলি নাই এতবছরেও পায়নি কোথাত্ত তুমি অতুলনীয়
ভোরের প্রার্থনায় তোমার সুন্দর সাবলীল মধুময় কুরআন তিলাওয়াতে ঘুম ভাংতো আমার
সন্ধ্যার প্রদীপ জ্বেলে পড়ার টেবিলে মাথায় হাত বুলিয়ে প্রায়ই বলতে পড় বাবা মানুষ হও
আজ নীল আছে দীগন্ত আছে বিলের পদ্মঘেরা ভালোবাসার বন্ধন আছে শুধু তুমি নেই মা
স/এষ্