নাগেশ্বরীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবী করেন ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে।
এছাড়া বন্ধ রয়েছে কৃষিসেবা। ফলে সেবাগ্রহীতরা কাঙ্খিত সেবা পাচ্ছেন না। অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দীর্ঘদিন থেকে ব্যাপক অনিয়ম করে আসছে। ক্ষমতার পট পরিবর্তনে তিনি অফিসে আসা বাদ দিয়েছেন।
স/এষ্