ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মাববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া নানা অনিয়মের আশ্রয় নিয়ে তার খেয়াল খুশিমতো বিদ্যালয় পরিচালনা করে আসছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়সহ তাদের ভবিষ্যৎ অনিশ্চৎ হয়ে পড়ছে।

এছাড়াও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে ব্যাপক বাণিজ্য করে নিজের পকেট ভাড়ি করেছে। এমনকী এনটিআরসিএ এর শিক্ষক না নিয়ে ব্যাকডেটেড শিক্ষক নিয়োগ দিয়ে রাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ তোলেন অভিভাবকরা।

এমনকী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন করলেও রেজুলেশন না করে আদালতের নির্দেশনা না মেনে গরিমশি করছে বলেও দাবি করেন বক্তারা। অপরদিকে ৫ দফা দাবি তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স/এষ্