নড়াইলের শেখহাটী ইউনিয়নে উদীয়মান এক সমাজ সেবকের অর্থায়নে রাস্তা নির্মান
আজম খাঁন : নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের উদীয়মান সমাজ সেবক জিকো মাহমুদ এর নিজস্ব অর্থায়নে মহিষখোলা গ্রামে রাস্তা নির্মানের কাজ এগিয়ে যাচ্ছে।
এ রস্তার কাজ শেষ হলে মহিষখোলা গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পন্য পরিবহন ও শিক্ষার্থীরা অতি দ্রুত বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে এলাকার খেটে খাওয়া মানুষরা ও মহিলারা জানান।
জনস্বার্থে সেবামূলক এ কাজের জন্য ব্যক্তিগত অর্থ প্রদানের জন্য এলাকাবাসী জিকো মাহমুদ এর জন্য শুভ কামনা করছেন।
স/এস্