তারাকান্দায় ড্রেনেজ ব্যবস্থা চালু না থাকায় বর্ষায় চরম দুর্ভোগে এলাকাবাসী
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের তারাকান্দায় তারাকান্দা বাজারের এ বর্ষা মৌসুমে ড্রেনেজ গুলো অচল থাকার কারনে চরমভাবে দুর্ভোগে পড়েছে বাজারের ও আশপাশের এলাকাবাসী।
এ বিষয়ে ব্যাপক অভিযোগ রয়েছে এলাকাবাসীর। বাজারের মধ্যে ৪ টি ড্রেনের সংকার করা হয়নি দীর্ঘ দিন ধরে যার কারনে বাজারে অল্প বৃষ্টিতে ঘর বাড়িতে পানি উঠে পড়ে। রান্না বান্না কষ্ট সহ নানান রোগের সমস্যায় পড়ছে বাজারের বাসিন্দা।
বাজার সদায় করা থেকে চলা ফেরা বেদনাদায়ক হয়ে পড়েছে। বাজারের বাসিন্দা থেকে ব্যবসায়ীরা এই দূর্ভোগ থেকে মুক্তি পাবে কবে জানতে চায়? তারাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল আলম শিশির বলেন,হাট বাজারের টাকা আছে এবং ২টি প্রকল্প জমা দিয়েছি। খুব শীঘ্রয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাজার বাসীন্দা তপন পাল বলেন, এ বর্ষায় চরম দূর্ভোগে ও মানবেতর জীবনযাপন করছি। এর থেকে আমরা মুক্তি চাই। আমিনুল তালুকদার বলেন,অল্প বৃষ্টিতে দোকান ঘর বেয়ে বাসায় পানি উঠে।
এ বর্ষায় চরম কষ্টে মানবেতর জীবনযাপন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন,২/১ দিনের মধ্যে ড্রেনেজ সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।
স/বর