ঢাকা ১৮ আসনের সকল পূজা মণ্ডপে প্রনামী প্রদান করলেন দয়াল কুমার বড়ুয়া
নিজস্ব প্রতিবেদক ।। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে ঢাকা ১৮ আসনের সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিমিয় ও পূজা মণ্ডপে প্রানামী প্রদান করলে সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া। তিনি ঢাকা ১৮ আসনের সকল মন্দির প্রতি দশ হাজার টাকা প্রনামী প্রদান করেছেন।
সম্প্রতি মতবিনিময় সভায় খিলক্ষেত থানা ও ওয়ার্ড পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাঁঠালদিয়া শ্রী শ্রী দুর্গা মন্দির,ডুমনী কালী মন্দির,পাতিরা ঋষিপাড়া কালী মন্দির, লেকসিটি কনকর্ড পূজা উদযাপন কমিটি, খিলক্ষেত সনাতন সেবা সংঘসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।
সভা শেষে ঢাকা ১৮ আসনের আগামীর পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা দয়াল কুমার বড়ুয়া সবাইকে শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা জানান এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে প্রণামী প্রদান করেন। সঙ্গে সঙ্গে যে-কোন পরিস্থিতিতে সকল সনাতনী ভাই-বোনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং পূজা চলাকালীন প্রতিটি মন্দির পরিদর্শন করবেন বলে আশ্বাস দেন।
তুরাগ থানার অন্তর্ভুক্ত পুজা মন্ডপ সমূহ: উত্তমবাবুর বাড়ি দূর্গাপুজা মন্দির, ধউর, চৌরাস্তা, তুরাগ। ধউর ঋষি পাড়া সার্বজনীন পুজা মন্দির, তুরাগ। ধউর পূর্ব পাড়া সার্বজনীন পুজা মন্দির, ধউর, তুরাগ। ডিয়াবাড়ি সার্বজনীন পুজা কমিটি, তুরাগ। ধউর-আশুলিয়া সার্বজনীন দূর্গা মন্দির, আশুলিয়া, তুরাগ। ধউর ঘোষবাড়ি দূর্গা মন্দির, স্বর্গীয় হীরালাল ঘোষের বাড়ি, ধুউর, তুরাগ। শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, শোলহাটি, তুরাগ। শ্রী শ্রী সার্বজনীন মান্দুরা দুর্গা মন্দির কমিটি, মান্দুরা, তুরাগ। তাফালিয়া সার্বজনীন দুর্গা মন্দির,আ তুরাগ। চান্দুরা সার্বজনীন দুর্গা মন্দির কমিটি। শোলহাটি হাজারী পাজারি বাজারি যুব সংঘ,তুরাগ ।
উত্তরখান ও দক্ষিণখানের অর্ন্তগত-মৈনারটেক সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা, উত্তরখান,কুমুদখোলা সার্বজনীন শ্রী শ্রী লক্ষী ও দূর্গা মন্দির,উত্তরখান। আমাইয়া দত্তবাড়ী,কাচঁকুড়া, উত্তরখান,উত্তরা। মাউছাদ স্বপ্ননীল হিন্দু সেবাসংঘ, উজামপুর, উত্তরখান। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির,সিভিল এভিয়শন ঈশ্বাল কলোনি, মোল্লারটেক, দক্ষিণখান।
উল্লেখ্য, খিলক্ষেতে ৬ টি, তুরাগে ১২ টি,উত্তরখান ও দক্ষিণখানে ৬টি এবং বিমানবন্দর এলাকায় ১টি মোট ২৪ টি পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় দয়াল কুমার বড়ুয়া বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ রক্ত দিয়েছে। তাই সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করবে। আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
স/এষ্