ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন 

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান ।। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইতালির ভেনিসে প্রফেসর সেরজো ফিরপো’র সভাপতিত্বে ও ভোরের আলো নিউজ এর পরিচালক মোহাম্মাদ উল্লাহ সোহেল ও পরিচালক সোহেলা আক্তার বিপ্লবীর যৌথ প্রানোবন্ধ উপস্থাপনায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি ও ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় ভেনিসে স্থানীয় একটি অডিটোরিয়ামে ভোরের আলো নিউজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাব বিন নাসির। এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।

সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেনিসে হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক নেতৃবৃন্দগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোরের আলো নিউজ এর উপদেষ্টা সৈয়দ কামরুল সরোয়ার ভোরের আলো নিউজ পরিবারের সকলকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানান চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা। ব্যবস্থাপনা পরিচালক এস কে এমডি জাকির হোসেন সুমন, পরিচালক মোহাম্মাদ উল্লাহ্ সোহেল, পরিচালক সোহেলা আক্তার বিপ্লবী, পরিচালক শরিফুল টগর, পরিচালক মুন্না আহমেদ ফাহিম।

বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদই হচ্ছে একটি চ্যানেলের মূলনীতি। আমরা আশা করব ভোরের আলো নিউজ নতুন ভাবে নতুন উদ্যোগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিল্লাল হোসেন ঢালী, রফিকুল ইসলাম ছৈয়াল, আবুল কাশেম সিকদার, পলাশ রহমান, আমিনুল হাজারী, উম্মে সাল সাবিল জাহান তাসিনা, শরীফ মেধা, ফখরুল চৌধুরী, আক্তার বেপারী, শাহাদাত হোসেন, রাশেদ ভূঁইয়া, মোস্তফা ছৈয়াল কালো, মোস্তাক আহমেদ, সহ আরো অনেকেই।

মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কবিতায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান জুড়ে।