ছেলের মাথা ফেটে যাওয়াতে বাবার আবেগঘন স্ট্যাটাস
চমক ডেস্ক ।। আমার ছেলে আমার কাছে সুপারম্যান । আমি সুপারম্যান এর বাবা । কারন সুপারম্যান সব সময় মানুষ কে হেল্প করে আনন্দ দেয় । আমার ছেলে জন্মের পর থেকে আমি বুঝেছি ভালোবাসা কি ? আমার সময় গুলকে সে আনন্দময় করে দিয়েছে।
তার কোন কিছু নিয়েই অভিযোগ নেই তার একটাই অভিযোগ সে সব সময় আমার সাথেই থাকবে । আজকে তার মাথা ফেটে গিয়েছে । আমাকে বলে বাবা তুমি আমার সাথে থাকলে আজকে মাথা ঠিক থাকত আমার ।
সরি সুপারম্যান । আমি তোমার খারাপ বাবা । তবে আমি চেষ্টা করব যত দিন বেচে আছি তোমার হাত শক্ত করে ধরে রকাব যেন আর ব্যাথা না পাও ।
ফেসবুক থেকে সংগৃহীত-