চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মোঃ আবু তাহের নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে চাঁদাবাজরা । গত ৩০শে আগস্ট সকাল ১০টার দিকে তুরাগের গুলগোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে ।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে, ৪ জনকে বিবাদী করে তুরাগ থানায় একটি মামলা দ্বায়ের করেছেন, যার মামলা নং-০১, তাং- ০১/০৯/২০২৪ইং । মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ধউর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে বাবুল হোসেন ওরফে সোনা মিয়া (৪৬) ও হারুন (৪৮) একই এলাকার ব্যাবসায়ী মোঃ আবু তাহেরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন ।
চাঁদা না দিলে তাঁকে এলাকায় বসবাস করতে দেবেন না বলে হুমকি-ধমকিও দিয়ে আসছিলেন । তবে তিনি চাঁদা দেবেন না বলে জানিয়ে দেন । এরই জেরে গত ৩০শে আগস্ট সকাল ১০টার দিকে উক্ত চাঁদাবাজ দ্বয়েরা ব্যাবসায়ী আবু তাহেরকে রাস্তার উপর একা পাইয়া চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন ।
এ সময় বাদশা মিয়া নামে এক পথচারী ব্যাবসায়ী আবু তাহেরকে বাঁচাতে এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয় । এক পর্যায়ে ব্যাবসায়ী আবু তাহেরকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান উক্ত চাঁদাবাজ দ্বয়েরা । পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান ।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পরে ব্যাবসায়ী আবু তাহেরের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে না নিয়ে তুরাগের শিপ ইন্টার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন । তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, এ বিষয়ে মামলা হয়েছে । আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে ।
স/বি