ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে মোঃ আবু তাহের নামে স্থানীয় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে চাঁদাবাজরা । গত ৩০শে আগস্ট সকাল ১০টার দিকে তুরাগের গুলগোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে ।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে, ৪ জনকে বিবাদী করে তুরাগ থানায় একটি মামলা দ্বায়ের করেছেন, যার মামলা নং-০১, তাং- ০১/০৯/২০২৪ইং । মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ধউর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে বাবুল হোসেন ওরফে সোনা মিয়া (৪৬) ও হারুন (৪৮) একই এলাকার ব্যাবসায়ী মোঃ আবু তাহেরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন ।

চাঁদা না দিলে তাঁকে এলাকায় বসবাস করতে দেবেন না বলে হুমকি-ধমকিও দিয়ে আসছিলেন । তবে তিনি চাঁদা দেবেন না বলে জানিয়ে দেন । এরই জেরে গত ৩০শে আগস্ট সকাল ১০টার দিকে উক্ত চাঁদাবাজ দ্বয়েরা ব্যাবসায়ী আবু তাহেরকে রাস্তার উপর একা পাইয়া চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন ।

এ সময় বাদশা মিয়া নামে এক পথচারী ব্যাবসায়ী আবু তাহেরকে বাঁচাতে এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয় । এক পর্যায়ে ব্যাবসায়ী আবু তাহেরকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান উক্ত চাঁদাবাজ দ্বয়েরা । পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান ।

অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পরে ব্যাবসায়ী আবু তাহেরের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে না নিয়ে তুরাগের শিপ ইন্টার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন । তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, এ বিষয়ে মামলা হয়েছে । আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে ।

স/বি