ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঘোষাল-মটবাটী গ্রামের সংযোগ সড়কে অল্প বৃষ্টিতে হাঁটু পানি

admin
আগস্ট ৬, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঘোষাল-মটবাটী গ্রামের সংযোগ সড়কে অল্প বৃষ্টিতে হাঁটু পানি

ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা)।। খুলনার পাইকগাছায় ঘোষাল – মটবাটী সংযোগ সড়কটি নীচ হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকে।ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে প্রতিনিয়ত।

উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল ও মটবাটী গ্রামের সংযোগ স্থলে সড়কটি অবস্থিত।যার আরেক নাম কানা পুকুর রাস্তা। এটি গ্রাম্য সড়ক। পাশের প্রধান সড়ক থেকে এ সড়কটি অনেক নীচু।

দু-ধারে শ’শ লোকের বসবাস। রাস্তার পুর্বদিকে কচুবুনিয়া,ভেটক,বাইশার আবাদ,মটবাটী মৌজার বিশাল বিল অবস্থিত।যেখানে কমপক্ষে ১৬’শ বিষা জমি।এ জমিতে কয়েক’শ লোক খন্ড খন্ড করে চিংড়ী ঘের করছে।

এঘেরে চিংড়ী ও মাছ ব্যবসা করায় প্রতিদিন ৪০/৫০ জন ব্যবসায়ীসহ বহু লোক এ সড়কে যাতায়ত করে। কিন্তু একমাত্র এ সড়কটিতে বর্ষাকালে পানি জমাট বেঁধে থাকায় চরম দুর্ভোগের কবলে পড়তে হয় তাদের।

দীর্ঘদিন সড়কটি উঁচু ও পাকা করার দাবী করেছে স্থানীয়রা।বিশেষ করে ভোটের সময় সবাই সড়কটি উঁচু ও পাকা করে দেন মুখে মুখে। ভোটের পরে আর কারো খোঁজ থাকেনা বলে জানান স্থানীয় বাসিন্দা সুরজিৎ সরকার।

স্থানীয় বাসিন্দা ডা.তপন কুমার রায় বলেন,জনপ্রতিনিধিদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন আর বলতে ভাল লাগেনা। তিনি বলেন আপনাদের লেখনির মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স/এষ্