গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব– ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে কয়লা ভর্তি ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে (৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনি অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে আটক করেছে।
আটককৃতরা হলেন বেলতলী গ্রোমের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জলিল, মৃত জসিম উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ ফজলুর রহমান।
গৌরীপুর অস্থায়ী ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জঙ্গলবাড়ী শ্রীপুর ইউনিয়নের মোঃ আব্দুল কদ্দুছের ছেলে কয়লা ব্যবসায়ী আবুল কাশেম নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা থেকে ট্রাক ভর্তি কয়লা নিয়ে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ঘটনার দিন শ্যামগঞ্জ বেলতলী নামক স্থানে এই চাঁদাবাজ চক্রটি আবুল কাসেমের ট্রাক আটকে জোড় পূর্বক চাঁদা আদায় করে। চাঁদাবাদীর শিকার কয়লা ব্যবসায়ী গৌরীপুর সেনা ক্যাম্পে চাদাবাজীর বিষয়টি নিয়ে একটি অভিযোগ করলে অস্থায়ী ক্যাম্প ইনচার্জ মেজর নাঈম হাসানের নেতৃত্বে যেীথ বাহিনি ওই দিন রাতে একটি অভিযান পরিচালনা করে ৩ চাঁদাবাজকে আটক করে। পরে আটকৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্যা মাযাহারুল আনোয়ার জানান আটকৃতদের বিরুদ্ধে কয়লা ব্যবসায়ী মামলা দায়ের করেছে তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।