গৌরীপুরে গাজা ও ইয়াবাসহ আটক-৩
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আধাকেজি গাজাসহ ২ ও ৪৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন-মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত-আব্দুল মোতালিবের ছেলে মোঃ ফারুক মিয়া, ভূটিয়ার কোনা বাজারের মোঃ আশরাফ উদ্দিনের ছেলে মাসুদ মিয়া ও ইয়াবা ব্যবসায়ী তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারী রাতে গৌরীপুরি থানা পুলিশের একটি দল মাওহা ইউনিয়নের রঙ্গিলাশাহ মাজার প্রাঙ্গন থেকে আধা কেজি গাজা সহ তাদের গ্রেফতার করে।
অপর দিকে একই রাতে এসআই খোরশেদের নেতৃত্বে একটি দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসাস ইনচার্জ মীর্যা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।