গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন
মাহিন সরকার : উৎসবমুখোর পরিবেশে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগ একসাথে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের আওতাধীন ১ থেকে ৫৭ টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ ও ১ টি প্রস্তাবিত থানাসহ মোট ৯ টি থানা নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করে ।
বাসন থানা মহিলা আওয়ামীলীগ আহবায়ক ফারজানা সরকার ও যুগ্ন আহবায়ক রাবিয়া রুবিকে নির্বাচিত করার জন্য গাজীপুর মহানগর মহিলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সেলিনা ইউনুছ ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনাকে বাসন থানার সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফারজানা সরকার চমক নিউজকে বলেন, দল আমার উপর বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছে তা আমি ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবো এবং সব সময় আমার এলাকার জন্য নিরলস পরিশ্রম করে যাবো। নব্য কমিটির সবাই, মুক্তিযোদ্ধা মন্ত্রী, আ.ক.ম. মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি আজমত-উল্লা খান , গাজীপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গাসিক মেয়র জাহাঙ্গীর আলম এবং মহানগর মহিলা আওয়ামিলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদক এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স/ম