কুড়িগ্রামে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য আলোচনা ও নতুন কমিটি গঠন
কুড়িগ্রাম প্রতিনিধি ।। বিভাগীয় লেখক পরিষদ-রংপুর এর কুড়িগ্রাম জেলা কমিটি পূণর্গঠন উপলক্ষে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিভাগীয় লেখক পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে এ সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কিমিটির সভাপতি আলহাজ্ব কাজী মো. জুননুন, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল আলম অপু, লেখক ও গবেষক এমএ শোয়েব দুলাল, শিশু সাহিত্যিক মোকাদেস এ রাব্বি, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকার, রাশেদুজ্জামান তাওহীদ, কবি আজিজুল হাকিম মন্ডল, আবদুর রউফসহ অনেকে।
আলোচনার এক পর্যায়ে কুড়িগ্রাম জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ। শেষে কবি মনোয়ারা বেগমের লেখা নিঝুম রাত কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
স/এষ্