কামাইদিয়া ছাত্র সংঘের উদ্যেগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথার কামাইদিয়া ছাত্র সংঘের উদ্যেগে উচ্চ শিক্ষা উদ্বুদ্ধকরণ ও এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কামাইদিয়া ছাত্র সংঘের সভাপতি ফারুক ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মওলা, কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, কামাইদিয়া ছাত্র সংঘের প্রধান সমন্বয়ক রুহুল আমিন, উপদেষ্টা সোহেল রানা, স্থানীয় মোঃ চান মিয়া মাতুব্বর সহ আরো অনেকে।
এসময় কামাইদিয়া গ্রামের এসএসসি, এইচএসসি ও সমমানের ৩০ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।