কাব্য বিলাস মঞ্চায়ণ করলো বিজয়ের জন্য
নিজস্ব প্রতিবেদক: দর্শক নন্দিত হয়েছে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সাড়া জাগানো নাটক ‘বিজয়ের জন্য’। বুধবার উত্তরার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মহান বিজয় উৎসবে মঞ্চায়ন হয় নাটকটি।
রাহুল রাজের রচনা ও নির্দেশনায় ‘বিজয়ের জন্য’ নাটকে ১৯৭১ সালের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কত আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বাঙ্গালী জাতি নিজেদের স্বাধীনতা অর্জণ করেছে তা বোঝাবার জন্য নাটকের অভিনয় শিল্পীদের প্রচেষ্ঠা ছিলো প্রশংসা পাবার মত।
নাটকে অভিনয় করা রুবেল খান জানান, করোনার বিরতীর পরে দীর্ঘদিনবাদে আবার মঞ্চে ফিরেছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী। বিজয়ের মাসে স্বাধীনতার ইতিহাস নির্ভর হৃদয়স্পর্শী এই নাটকে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করা ছিলো আমার জন্য ছিলো খুব চ্যালেঞ্জিং। নাটক শেষে দর্শকদের প্রশংসা ও অভিনন্দন দলের সবার জন্য ছিলো বাড়তি পাওয়া।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৫ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
স/এষ্