এসএটিভিতে আসছে ট্রাভেল উইথ ফুড
নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভিতে প্রচার হতে যাচ্ছে ভ্রমন পিপাসুদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন বিশেষ ট্রাভেল শো ‘ট্রাভেল উইথ ফুড’।
সম্প্রতি অনুষ্ঠানটির প্রোমো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ইতমধ্যে স্যাটেলাইট চ্যানেল এসএটিভি কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠানটি সম্প্রচারের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিপত্র সম্পন্ন করেছে ‘ট্রাভেল উইথ ফুড’ টিম।
গত শনিবার গুলশানের এসএ টিভি ভবনে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। দু’পক্ষের স্বাক্ষরের পর বিটিএ’র চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর এবং রুপাই মিডিয়ার কর্ণধার জুলফিকার হোসাইন সোহাগের হাতে চুক্তিপত্র তুলে দেন এসএটিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন, এসএ টিভির অনুষ্ঠান প্রধান কাজী চপল এবং চ্যানেলটির বিজনেস ডেভলাপমেন্ট স্পেশালিস্ট পলাশ কুমার দাস।
আয়োজকরা জানান, আগামী জুন মাস থেকে প্রতি মঙ্গলবার দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে ‘ট্রাভেল উইথ ফুড’ অনুষ্ঠানটি প্রচার হবে। প্রাথমিকভাবে অনুষ্ঠানটির ১০০ তম পর্ব প্রচারের লক্ষ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এর পর্ব আরও বাড়বে বলে জানান আয়োজকরা। ভ্রমন পিপাসুদের জন্য নির্মিত ‘ট্রাভেল উইথ ফুড’ অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও পরিকল্পনায় করেছেন শহিদুল ইসলাম সাগর। পরিচালনা করছেন তরুণ মেধাবী নাট্য নির্মাতা জুলফিকার হোসাইন সোহাগ।
এছাড়াও একদল তরুণ সাংস্কৃতিক কর্মী এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় দর্শকপ্রিয় একটি ট্রাভেল শো উপহার দিতে পারবেন তারা।
শহিদুল ইসলাম সাগর জানান, মূলত পর্যটনশিল্পের বিকাশের লক্ষে বিশেষ এই ট্রাভেল শো সম্প্রচারের উদ্যোগ নিয়েছি আমরা। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকার পাশাপাশি অপেক্ষাকৃত কম পরিচিত পর্যটন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে দর্শকদের সঙ্গে পরিচয় করার পাশাপাশি ওই এলাকার ঐতিহ্যবাহী খাবার দাবারের সঙ্গে এই শোয়ের মাধ্যমে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই।
এতে দেশি বিদেশী পর্যটকরা ওই এলাকার বিষয়ে আগ্রহী হবেন। এতে করে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ হবে বলে আমরা বিশ্বাস করি।
স/এষ্