ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইতিহাস সৃষ্টি করলেন নাজমুল হোসেন শান্ত, দুই ইনিংসে ব্যাট হাতে শত যাত্রা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ইতিহাস সৃষ্টি করলেন নাজমুল হোসেন শান্ত, দুই ইনিংসে ব্যাট হাতে শত যাত্রা

রাহুল রাজ ।। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চলমান প্রথম টেস্টে ২১ জুন শনিবার বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন এক অসম্ভব কীর্তি গড়েছেন যা স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ উদ্বোধনী ম্যাচে শান্ত প্রথম ইনিংসে করেছেন ১৪৮ রান এবং দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ১২৫ রান। ফলে টেস্ট ইতিহাসে দুই ইনিংসে দুই সেঞ্চুরির বিরল কীর্তি লিখে গেলেন তিনি।

শেষ কবে একজন বাংলাদেশি ব্যাটার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন? উত্তরটা খোঁজা খুব একটা কঠিন না। ২০২৩ সালেই মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪।

এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই.২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে। ১৭৬ রান করেছিলেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে ১০৫ রান।

এই কান্ডে শান্ত কেবল নিজের ফর্মের প্রমাণই দিলেন না, বরং চিরচেনা সমালোচকদেও মুখ বন্ধ করলেন।
গতকাল মাঠে নামার আগে নাজমুল শান্তর সামনে সুযোগ ছিল বাংলাদেশের প্রথম ‘অধিনায়ক হিসেবে’ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা এবং প্রথম বাংলাদেশি হিসেবে ‘দুইবার’ একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়ার।
গলের প্রথম টেস্টে শান্ত করেছেন এই দুটি রেকর্ডই। ৫ম দিনে লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার আগ পর্যন্ত করেন ৮৯ রান। লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি ১১ রান নেন দেখেশুনে। আরও ২২ বল খেলেন সেঞ্চুরি পূরণ করতে। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা ঘটে দেশের মাটিতে। শান্তর কীর্তিটা তাই একটু ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের জোড়া সেঞ্চুরি পেয়েছেন গলে, অর্থাৎ দেশের বাইরে।

শান্তর কীর্তি হয়েছে আরও একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল ২টি করে সেঞ্চুরি। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে দুইবার এক টেস্টে দুই সেঞ্চুরি পাওয়া ১৫তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং ও সুনীল গাভাস্কারই কেবল ৩ বার করে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন।
শান্তর এই কর্মে ফ্যানদের পক্ষ থেকেও প্রশংসা বন্যা বইছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ছড়ানো ম্যাসেজ। “শান্ত দুই ইনিংসে শতরান! বাংলাদেশ অধিনায়ক হিসেবে অনন্য!” টেস্ট ক্রিকেটে এই ধরনের সেঞ্চুরি কর্মফলে প্রভাবশালী ভূমিকা নেওয়া যেমন বিরল, তেমনই শান্ত নিজের নেতৃত্বে দলকে একটি স্থিতিশীল অগ্রগতির পথে পরিচালিত করলেন। শুরুর দিক থেকে শেষ মুহূর্তের অবধি তার ফোকাস এবং ক্লাস দলের আত্মবিশ্বাসকে অনেকদূর এগিয়ে নিয়েছে।

একনজরে শান্তর যত কীর্তি

১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
দেশের বাইরে ১ম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি