আমার দগ্ধ নীল আকাশ
—মুহাম্মদ আসাদুজ্জামান
ঐযে দূর দিগন্তে বিশালাকার নীল আকাশ
ওখানেই আমার কষ্ট ও ভালোবাসা বসবাস
মায়াবী বাঁধন ছিরে বিলাসিতার হাতটি ধরে
চলে গেছো তুমি বহুদূরে আমাকে একলা করে
রংধনুর তুলিতে লিখা তোমার আমার ছোট গল্প
হঠাৎ ঝড়ে বেঈমানী করে ভেংগে দিয়েছো স্বপ্ন
অত্যাচারী থেকেও ভয়ানক তুমি করেছ সর্বনাশ
এত অভিনয় আগে বুঝিনি তাইতো দিয়েছো বাঁশ
হারিয়েছি সব নিঃস্ব করেছো জয় হয়েছে তোমার
আগ্রাসী তোমার মনটা ছোট ভেবে দেখ বারবার
চিতার আগুন ছড়িয়ে দিয়েছো জীবনটা খান খান
চোরাবালির হুংকারে হলো ভালোবাসার বলিদান
স্বার্থপর তুমি লুকিয়ে গেছো সব স্মৃতি জ্বালাময়
দেখা পাবো একদিন তাইতো পৃথিবীটা গোল হয়
সুখ সন্ধানী রাণী তুমি মণি মুক্তার অন্তরায়
আমার আকাশে দগ্ধ আমি আছি খুবই যন্ত্রণায়
স/এষ্