জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সব ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে দেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে ৭টি সংগঠনকে নিষিদ্ধ করা হল।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আনসার আল ইসলাম নামের জঙ্গি দল/সংগঠন ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থি। … সংগঠনটির কার্যক্রম জন নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল। ”
প্রসঙ্গত, আল-কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার আল ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।
স/শা