ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘিতে শংকরী রানী দাস (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শংকরী রানী দাস আদমদীঘি উপজেলার তালশন পালপাড়া গ্রামের বিষু নাথ দাসের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ শয়ন ঘরে এ ঘটনাটি ঘটে।

গ্রামবাসি সূত্রে জানা যায়, ওই গ্রামের শংকরী রানী দাসের সাথে তার ছেলের স্ত্রীদের সাথে কয়েক দিন যাবত পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। গত বুধবার দিবাগত রাতে খাবার শেষে তিনি নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন।

তার ছেলে নিখিল দাস জানান, ভোর ৪টার দিকে তার মা শংকরী রানী দাসকে শয়ন ঘরের বাঁশের আড়ার সাথে গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই । পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে । বেলা ১১ টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স/এষ্