ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ কালো পিচে জয়ের সন্ধানে বাংলাদেশ

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ১৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

আজ কালো পিচে জয়ের সন্ধানে বাংলাদেশ

রাহুল রাজ ।। শনির প্রভাবে শনির দশা ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। একদিনের ম্যাচে যেখানে বাংলাদেশ তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে এক সময় বিবেচিত হতো সেখানে শেষ ১১ ম্যাচে মাত্র একটি দল। ধারাবাহিক পরাজয়ের বৃত্তে আবদ্ধ রয়েছে টিম বাংলাদেশ।

সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষেও নাকানি চুবানি খেয়ে হতে হয়েছে ধবলধোলাই। শেষ কবে একদিনের ফরমেটে বাংলাদেশ জিতেছিল তার পরিসংখ্যান ঘাটতে হবে ইতিহাসের পাতায়। ঘরের মাঠে বরাবরি বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। অতীতের মিরপুরের উইকেট বিতর্কে এবার যুক্ত হয়েছে নতুন পিচ।

দলে বারে বারে পরিবর্তনের মধ্য দিয়ে নির্বাচকরা বোঝাতে চাচ্ছেন তাদের ব্যস্ততা অনেক বেশি। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে সরাসরি খেলতে প্রতিটি ম্যাচে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরির কারণে দলে না থাকায় একাধিক পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা।

সাইদ হাসানকে বাজের ঘোড়া হিসাবে বিবেচনা করেছেন কোচ। বিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে মহিদুল ইসলাম অংকন সুযোগ পেয়েছেন একদিনের ম্যাচে। কোন এক যাদুর কাঠির পরশে আবার দলের সুযোগ হয়েছে সৌম্য সরকারের। এক ম্যাচ খেলে নাঈম শেখ বাদ হলেও অদৃশ্য কারণে থেকে গেছেন জাকির আলী অনেক। যারা মাথায় তুলতে পারে তারা মাথা থেকে নামাতেও পারে তার প্রমাণ বাংলাদেশের সমর্থকরা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফেরার সময় এয়ারপোর্টে নাজেহাল হতে হয়েছে টিম বাংলাদেশকে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফলাফল খারাপ কিছু হলে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না ক্রিকেটপ্রেমেরা। মিরপুরের উইকেট মানেই রহস্য। নতুন কেউ নয়, প্রায় সবার কাছেই এটা যেন এক ধাঁধা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে সেই কৌতূহল এবার আরও বেড়েছে। কারণও আছে।

আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশ কিছুটা হলেও অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিততে মরিয়া বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কতটুকু কাজে লাগাবে, এ নিয়ে আগ্রহ আছে। এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য কেমন উইকেট বানিয়েছে বাংলাদেশ? সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি যা বললেন, তাতেই উইকেট নিয়ে কিছুটা আঁচ পাওয়া যায়, ‘আমি জানি না ঠিকঠাক চিত্রিত করতে পারব কি না; কিন্তু আমি আগে কখনো এমন (উইকেট) দেখিনি।

ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরমেন্স পিছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে যাচ্ছেতাই পারফরমেন্স করেছে টাইগাররা। সিরিজের একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ওয়ানডেতে ৩০ ওভারের নীচে অলআউট হয় টাইগাররা।

আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গত বছরের নভেম্বর থেকে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে টাইগাররা।

হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের। আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগোবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।