আগামীকাল ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী
আবু নাসের হুসাইন, ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী, ভাষা সৈনিক, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা, গোলাম আকবর চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার।
এ উপলক্ষে বুধবার (২৩ নভেম্বার) সকালে ঢাকা রাজধানীর বনানী কবরস্থানে মরহুম গোলাম আকবর চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মরহুম গোলাম আকবর চৌধুরীর কনিষ্টপুত্র, ফরিদপুর-২, আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
মরহুম গোলাম আকবর চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বুধবার বিকালে ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৫ইং সালের ২৩ নভেম্বর গোলাম আকবর চৌধুরী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ( পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।