নিজস্ব প্রতিনিধিঃ
অাজ গাজীপুর মহানগর ছাত্রলীগ কর্তৃক অায়োজিত জঙ্গী বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত থাকেন গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি (ইকবাল হোসেন পাঠান),সাধারণ সম্পাদক (তৌহিদুল ইসলাম দিপ),টংগী থানা ছাত্রলীগের সভাপতি (মেহেদী হাসান কানন মোল্লা),সাধারণ সম্পাদক (মোশিউর রহমান সরকার বাবু) সহ সকল ওয়ার্ডের নেতা কর্মীরা।মূলত জঙ্গী নির্মুলের জন্যই এই সমাবেশ করা হয়।
স/জনী