মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে ‘ইংক শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের লিটারেরি ক্লাব ‘ইংক’ এর আয়োজনে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০৯ নম্বর রুমে সকাল ১১টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি বিকেল ৪টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘ইংক’র উপদেষ্টা ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা। এছাড়া অনুষ্ঠানে অর্পণা আউয়াল ও মনোজ কুমার প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রদর্শিত হয় তিনটি চলচ্চিত্র। যেখানে সত্যজিৎ রায়ের ‘টু’, ক্রিস্টোফার নোলানের ‘ডুডলবাগ’ এবং তারেক মাসুদ পরিচালিত ‘নরসুন্দর’ প্রদর্শিত হয়। দ্বিতীয় পর্বে অতিথি পরিচালকদের ২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। রাজিব খান পাঠান বাপ্পি এবং রবিউল আলাম রবি পরিচালিত শর্টফিল্ম যথাক্রমে ‘কাগজের নৌকা’ এবং ‘একি পথে’। সর্বশেষ অনুষ্ঠানের তৃতীয় পর্বে শিক্ষার্থীদের নির্মিত মোট ৬টি শর্টফিল্ম প্রদর্শিত হয়।
স/মা
এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি