
কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০১৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার এক বর্ণাঢ্য র্যালী কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গন থেকে বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামিল। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, অধ্যক্ষ (অবঃ) রফিুকুল ইসলাম খান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম, জেল সুপার মোঃ বজলুর রশিদ, সাংবাদিক মোস্তফা কামাল, সামিউল হক মোল্লা ও নারীনেত্রী বিলকিছ বেগম। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স/এস্
এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি