
নিজস্ব প্রতিবেদক : পরীক্ষা শুরুর পূর্বে মোবাইলে এসএসসির গণিত প্রশ্ন প্রদর্শনের সময় যশোরে এক যুবক আটক হয়েছে। অভিভাবকদের সহায়তায় শনিবার ৯টার দিকে জিলা স্কুল কেন্দ্রের সামনে থেকে পুলিশ মনিরুজ্জামান নামে এ যুবককে অাটক করেছে।তার বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জের ছোট ঝোপাদী গ্রামে। সে যশোর এমএম কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেনীতে অধ্যায়নরত অাছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, শনিবার এসএসসির গণিত পরীক্ষার আগে এমএম কলেজের ছাত্র মনিরুজ্জামান মোবাইল ফোনে প্রশ্নপত্র দেখাচ্ছিলেন। অভিভাবকরা কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। অাটককৃত মনিরুজ্জামান ‘ক’ সেটের প্রশ্ন প্রদর্শন করলেও প্রকৃতপক্ষে ‘খ’ সেটের প্রশ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স/এষ্
এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি