
শাহ আলম,গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুস সালামের ছেলে সাদ্দাম হোসেন।
সে মফস্বল এলাকায় বিদ্যুত মিস্ত্রির কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় বিছনাকান্দি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের সাথে একটি সংযোগ দিতে বিদ্যুতের খুটিতে উঠে সাদ্দাম। এসময় বিদ্যুতের লাইন চালু থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানার এস আই পিযুষ কান্তি ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত নয়টার দিকে পল্লী বিদ্যুতের লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/ এষ্
এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি