
অন্যপক্ষ
– ওয়াজ কুরুনী সিদ্দিকী
সম্পা আমার বড় ভাইয়ের
একমাত্র শালি।
আমি নাকি তার হৃদয়ের
সুজন বনমালি।
বড় খালার ছোট মেয়ে
চেমন আরা বন্যা।
রাত বারোটায় ফোন দিয়া কয়
একটা জোকস কন না!
রফ স্যারের বড় মেয়ে
জেসমিন আক্তার মৌ।
মনে মনে স্বপ্ন দেখে
হবে আমার বৌ।
পাশের বাসার ভাড়াটিয়ার
ছোট মেয়ে ময়না।
আমার কথা ভেবে ভেবে
রাতে ঘুম হয়না।
ক্লাসমেট রিমা বলে
এক্সট্রা খাতির করিস।
না করলে লাগায় দিমু
ছিল্লা কাইট্টা মরিচ।
কি যাতনে জ্বলি
কেমন করে বলি?
ওরা যে আশাতে বিভোর হয়ে
আমার প্রেমে অন্ধ।
আমার চাওয়া পাওয়ার দুয়ার
চিরতরে বন্ধ।
অপূর্ণতা হয়ে আছে
জীবন অনুসঙ্গ।
সব পুরুষের মতো নইতো
আমি পূর্ণাঙ্গ।
ছেলে ও নই মেয়ে ও নই
আমি অন্য পক্ষ।
এ জীবনে আসবে না আর
বিয়ের উপলক্ষ।
বোবায় যেমন স্বপ্ন দেখে
পারে না বলতে
আলোক হয়ে জ্বলবে না আর
আমার প্রদ্বীপ সলতে।
মানব জীবন বৃথাই গেল
হলোনা সুখ পাওয়া।
প্রভুর কাছে অহর্নীশি
কায়ো মনে চাওয়া।
এই জীবনে নাইবা পেলাম
মধুর মিলন সুখ।
জান্নাতি হুর যেন হয় আমাতে উন্মুখ।
স/মা
এই নিউজ পোর্টালের কোনো লেখা কিংবা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি