
ফ্রুটিকা খেয়ে সত্য বললেন ওবায়দুল কাদেরে ভাই : এমরান সালে প্রিন্স
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ৩০ জানুয়ারী পৌর নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে ১৫ জানুয়ারী বিকালে ধানের শীষের প্রার্থী (আতাউর রহমান আতার) পক্ষে পৌর শহরের বালুয়াপাড়া, মধ্যবাজার ধান মহাল ও উত্তর বাজার মোড়ে ৩টি পথ অনুষ্টিত হয়েছে।
উক্ত পথ সভায় প্রধান অথিতি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের দূর্নীতি এখন প্রকৃত আওয়ামীলীগও সহ্য করতে পারছে না। আওয়ামী হাই ব্রিড নেতাদের অনিয়ম ও দুর্নীতিতে কোনঠাসা হয়ে পড়েছে প্রকৃত আওয়ামীলীগ। মাঝে মাঝে কিছু আওয়ামীলীগের নেতারা ফ্রুটিকা খেয়ে অনিয়ম দূর্নীতির সত্য কথা মিডিয়ার সামনে বলে বড়োচ্ছেন।

সম্প্রতি ওবাদুল কাদেরের ভাইয়ের অপ্রিয় সত্য বক্তবে ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, কেড়ে নিয়েছে সাধারন মানুষের বাক স্বাধীনত তাই বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে এ সরকারকে উচিত জবাব দিবে। ২০২১ সাল আওয়ামীলীগ সরকারের শেষ বছর।
উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিনের সভাপতিত্বে পৌর যুবদলের আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদা, ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলার বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবুল বাশার আকন্দ, ময়মনসিংহ (উঃ) জেলা যুবদলের সভাপতি শামছুল হক শাসছু, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফুজ, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব, জেলা ছাত্র দলের সভাপতি নিহাদ সালমান ডুলন, সাধারন সম্পাদক রায়হান শরিফ হলুদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটন, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক আলী আকবর আনিছ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক এড.আব্দুছ ছোবান সুলতান, পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজিত কুমার দাস প্রমুখ।
স/এষ্

