
টঙ্গীতে মোবাইলে ফেইসবুক চালাতে না দেওয়ায় আত্মহত্যা
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কলেজ গেট এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় সাহারা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাহারা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ছাত্রী। তার পিতার নাম: মো: সুমন মিয়া, মাতা: নাসরিন আক্তার।
www.linkhaat.com

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, সাহারা মোবাইলে ফেসবুক নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। এ সময় তার বাবা তাকে ফেসবুক চালাতে নিষেধ করেন। এক পর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে ব্যবসার কাজে চলে যায়। এতে সে রাগে ক্ষোভে মৃত্যু পথ বেছে নেয়।
স/এষ্
Spread the love

