
বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচন, চাড়াভিটা বাজারে নৌকার প্রার্থী সাথীর নির্বাচনী সভা
বাঘারপাড়া (যশার) প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে দিনব্যাপী প্রচার প্রচারণা শেষে চাড়াভিটা বাজারে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহশপতিবার সন্ধ্যায় চাড়াভিটা বাজারে অনুষ্ঠিত এ নিবার্চনী সভায় সভাপতিত্ব করেন বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইব্রাহিম মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার, সাবক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ খন্দকার, সহকারি অধ্যাপক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান (রাসেল) জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী, যুবলীগের সাবেক সম্পাদক নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, যুবলীগের আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, ছাত্রলীগ উপজেলা কমিটির সভাপতি বায়জিদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর সিদ্দিকী প্রমুখ।

স/এস্

