
ঝিনাইদহে প্রেমিকের শোকে প্রেমিকার আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রেমিকের শোকে ৩দিন পর প্রেমিকা মিনা (১৭) আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি বাজারের পাশে বুধবার ভোররাতে মকবুল হোসেনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত মিনা আক্তার মকবুল হোসেনের বউয়ের আগের পক্ষের মেয়ে।
গ্রামবাসী জানায়, গত ছয় মাস ধরে কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের সাথে মকবুল হোসেনের বউয়ের আগের পক্ষের মেয়ে মিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মিনার পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। এরপর গত ৩০ নভেম্বর রাতে সুমন মিনার বাড়িতে দেখা করতে যায়।
দুজনে কথা বলার একপর্যায়ে উভয়ের মঝে মান-অভিমানের সৃষ্টি হয়। সেখান থেকে সুমন ‘গুড বাই’ বলে মিনার গলার ওড়না নিয়ে বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে লোকজন সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রেমিকের আত্মহত্যা মেনে নিতে না পারাই মিনা আত্মহত্যা করেছে বলে জানান এলাকাবাসি।
ঝিনাইদহ সদর থানার কাতলামারীর ক্যাম্পের অফিসার ইনচার্জ আনিছুজ্জামান জানান, আজ (৩ ডিসেম্বর) বৃহস্পাতিবার রাত ৪টার দিকে মিনার মা আমাদের ক্যাম্পে সংবাদ দেয়, মিনা ঘরের দরজা আটকিয়ে দিয়েছে। সাথে সাথে টহলরত পুলিশ তাদের বাড়িতে গিয়ে দরজার লক ভেঙে দেখে সে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করছে। এবং আমরা জানতে পারি সুমন ও মিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।
তাদের দুজনের মধ্যে মান-অভিমানের একপর্যায়ে গত ৩০ নভেম্বর রাতে সুমন মিনার ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের ধারণা সুমনের আত্মহত্যার শোকেই মিনাও আজ ভোররাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স/এষ্

