
তিতুমীর কলেজের আগুন নিয়ন্ত্রণে
মতিউর রহমান : রাজধানী ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ৫:৫৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
কলেজের আবাসিক ভবনে থাকা এক কর্মচারী জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন লাগামাত্রই আমরা দেখতে পাই। এবং সঙ্গে ডঙ্গে আগুন নিভানোর জন্য কাজ শুরু করি। তবে আমাদের একজন কর্মী আহত হয়েছেন।
www.linkhaat.com

এ বিষয়ে কলেজন অধ্যক্ষ মো. আশরাফ হোসেন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস কলেজে পৌছানোর আগেই কর্মীরা নিভিয়ে ফেলেছেন। বিজ্ঞান ভবনের তিন তলার স্টোর রুমে আগুন লেগেছিল। বড় কোনো ক্ষতি না হলেও কিছু খাতা পত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।
স/এষ্
Spread the love

