ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করোনা মোবাবেলায় মুন্সীগঞ্জ সদর থানায় ব্যাপক প্রস্তুতি

admin
নভেম্বর ১৬, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

করোনা মোবাবেলায় মুন্সীগঞ্জ সদর থানায় ব্যাপক প্রস্তুতি

এম এম রহমান : প্রানঘাতি করোনার দ্বিতীয় ডেউ আসার আগেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। নো মাস্ক নো সার্ভিস কর্মসূচীও পালন।

থানায় আগত সেবা গ্রহীতাদের মাস্ক ছাড়া কোনভাবেই থানায় প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। থানার সকল স্টাফসহ সদরের বিভিন্ন স্থান থেকে আসা সকল সেবাগ্রহিতাগনকে থানা ভিতরে প্রবেশ করতে হলে প্রথমে জীবানুনাশক টানেল এর ভিতর দিয়ে প্রবেশ করতে হয়।

পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হয়। মাস্ক ছাড়া থানার ভিতর কাউকেউ প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। পাশাপাশি থানায় দায়িত্ব প্রাপ্ত অফিসার এবং সেন্টিরা সেবাগ্রহিতাদের নানা ভাবে সচেতন করছেন। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া এবং মাস্ক পড়ার বিষয়ে কঠোর নজরদারি করছে পুলিশ। পাশাপাশি সেবাগ্রহিতাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করছেন।

এছাড়াও পুলিশের পক্ষ থেকে করোনা মোবকাবেলায় সচেতনতা বৃদ্ধির নানা পরামর্শও দেয়া হচ্ছে থানায় আগত সেবাগ্রহিতাদের। মঙ্গলবার সকালে থানায় গিয়ে দেখা যায়, সেবা গ্রহিতারা জীবানানাশক টানেলের মধ্য দিয়ে মাস্ক পড়েই সকলেই থানায় প্রবেশ করছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান জানান, করোনা মোকাবেলায় থানা আসা সেবা গ্রহিতাদের নানাভাবে সচেতনতামূলক পরামর্শ এবং বিনামূল্যে মাস্ক দেয়া হচ্ছে। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে কাউকেই মাস্ক ছাড়া থানায় প্রবেশ করতে দিচ্ছিনা।

স/এষ্