ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

admin
মে ২২, ২০২০ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান ,মুন্সীগঞ্জ : দক্ষিন বঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া কাঠালবাড়ী নৌরুটে গতকাল রাত থেকে ফেরি চলাচল শুরু হয়। সোমবার বিকেল থেকে করোনার দূর্যোগ ও ঘূর্নিঝড় আম্পান যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌ পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশে শিমুলিয়া – কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোট ছোট পরিবহন ফেরি পারপার হতে দেখা গেছে। তবে ঘাট এলাকায় কোন যাত্রীবাহী পরিবহন নেই। ঢাকা থেকে আসা যাত্রীরা অনেক দূর থেকে পাঁয়ে হেটে, মোটর সাইকেল, অটো সিএনজি যোগে ঘাটে পৌছাতে দেখা গেছে। লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারি দিচ্ছে পদ্মা নদী। অন্যদিকে ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

অতিরিক্ত ডিআইজি (অপরাধ )জিহাদুল কবির জানান, যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সৃংখলা বজায় রেখে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় গাড়ী কিংবা যাত্রীদের কোন চাপ নেই। দিনভর স্বাভাবিকভাবেই যাত্রী এবং পরিবহন ফেরি দিয়ে পাড়ি দিয়েছে পদ্মা।

স/এষ্