ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় ইউএনও’র ত্রান বিতরণে অনিয়ম !

admin
মে ১১, ২০২০ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন সোমবার (১১ মে) সকাল ১১ টায় তার কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।

দরিদ্রদের বঞ্চিত করে ইউএনও’র আজ্ঞাবহক ও গনিষ্ঠ সম্পর্ক থাকা স্থানীয় যুগান্তর প্রতিনিধি মোঃ শহীদুল ইসলামকে ২৬ বস্তা, ইত্তেফাক প্রতিনিধি মোঃ আঃ হালিমকে ০৯ বস্তা, কাঠালিয়ার বার্তার সাংবাদিক মোঃ সাকিবুজ্জামান সবুরকে ০৬ বস্তা ত্রান দেয়া হয়।

তাৎক্ষনিক ভাবেই স্থানীয় হতদরিদ্ররা এর প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমরা গরীব হওয়ার কারণে ত্রান থেকেই বঞ্চিত হইনা, ত্রাণ চাইতে গিয়ে ইউএনও’র দুর্ব্যবহারের শিকার হই। এ ব্যাপারে ইউএনও’র সাথে মোবাইলে কথা বললে তিনি কথার কোন উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

তবে বিষয়ে আশা এনজিওর এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম বলেছেন ভিন্ন কথা, “আমাদের হেড অফিসের নির্দেশ অনুযায়ী সকল ত্রানই উপজেলা নির্বাহী অফিসারদের কাছে দেয়ার নির্দেশ রয়েছে এবং ইউএনও স্যার স্থানীয় হতদরিদ্রের মাঝে এ ত্রাণ বিতরণ করবেন। কিন্তু সে কাকে দিয়েছেন তা আমার জানা নাই।

স/এষ্