
নিজস্ব প্রতিনিধি : ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের কাফন দাফনের জন্য প্রস্তুত একদল কওমি আলেম।
আলেম সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব সাহেবের নেতৃত্বে এই টিম প্রস্তুতি নিয়েছে।
www.linkhaat.com

মাওলানা গাজী ইয়াকুব তার ফেসবুক পোস্টে লিখেন, “জানাযা ও দাফনের জন্য আমাদেরকে ডাকুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিটিতে যদি কোন মুসলিম নর-নারী ইন্তেকাল করেন, মেহেরবানী করে আমাদেরকে খবর দিলে আমরাই তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ্।
আমাদের নাম্বার 01772 493985″
এমন দিন না আসুক এমনটাই তাদরে প্রত্যাশা। তবে এলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে মৃত্যু ভয়কে তুচ্ছ করতে পিছুপা হবে না তারা।
স/এষ্
Spread the love

