ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বন্যায় ক্ষতিতেগ্রস্তদের অর্থ প্রদান

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাব ও টঙ্গী কালচারাল সোসাইটি’র উদ্যোগে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাস ও বলদিয়া ইউনিয়নের বন্যাকবলিত, নদীভাংগনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে আর্থিক ২৫ হাজার ৫শ’ টাকা ৫১টি পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ , কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কচাকাটা পেশাজীবী ফাউন্ডেশনের প্রতিনিধি এডভোকেট রাশিদুল ইসলাম, উপেন্দ্র নাথ বাবু৷,কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান কবীর , সিনিয়র শিক্ষক মিনারুল ইসলাম, বলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সুবলপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সফিক সরকার প্রমুখ।

উল্লেখ্য টঙ্গী প্রেসক্লাব ও টঙ্গী কালচারাল সোসাইটির উদ্যোগে গত ৩১ জুলাই টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কনসার্টের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্ররদের জন্য আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার ৫শ’ টাকা দর্শক-শ্রোতাদের কাছ থেকে উত্তোলন করা হয়েছে।

উক্ত টাকা কুড়িগ্রাম জেলার বন্যা দূর্গত ও হতদরিদ্র ৫১টি পরিবারের মাঝে প্রদান করা হয়েছে।

এ সময় সার্বিক সহযোগিতা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, সহকারী পুলিশ কমিশনার টঙ্গী সার্কেল আহসান হাবিব, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন।

স/এষ্