ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেয়াঁজের দাম।

nayem ahmed
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেয়াজের দাম। এক দিনের ব্যবধানে বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

যে পেয়াজ গত সোমবারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকা। আজ সেই পেয়াজ প্রতিকেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা।

পেয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতে পেয়াজের দাম বৃদ্ধি এবং আমদানি কমার কারনেই বেড়েছে পেয়াজের দাম।
পেয়াজ কিনতে আসা পাইকাররা জানান, হঠাৎ করে পেয়াজরে বাজার নিয়ন্ত্রন না থাকায় বিপাকে পড়েছে তারা। এমনকি এতে করে বড় ধরনের লোকশানে পড়তে হচ্ছে তাদের। অনেকেই দাম বেশির কারনে পেয়াজ কিনতে পারছেন না।

হিলি কাস্টমস তথ্যমতে, চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৯৪ ট্রাকে ২ হাজার ৩ শ ১০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

 

স/এন