ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে ভোকেশনাল শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

admin
আগস্ট ১৪, ২০১৭ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ

ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ ঝালকাঠি জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ ঘটিকার সময় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আঃ জব্বার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় নেতা মোঃ শওকত আলী, মোঃ শাহাবুদ্দিন খান, মোঃ লুৎফর রহমান, এইচ এম জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এএসএম কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সর্বস্তরে এ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে জনশক্তিকে দক্ষ হিসাবে গড়ে তুলে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু কারিগরি শিক্ষকরা অবহেলিত রয়েছেন। তারা তাদের সঠিক মর্যাদা পাচ্ছেন না। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার মোঃ হুমাউন কবীর নিলুকে সভাপতি, উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সিনিয়র সভাপতি ও ইঞ্জিনিয়ার মোঃ মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বিন-ই-আমীন (নলছিটি), যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন (রাজাপুর), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন (কাঠালিয়া), সহ-সাংগঠনিক ইঞ্জিনিয়ার মোঃ আঃ জলিল (কাঠালিয়া), অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম শাহ ফকির, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার (কাঠালিয়া), শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাবুল কুমার মন্ডল, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাইদুল ইসলাম, চাকুরী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মনিন্দ্রনাথ হালদার, ক্রীড়া ও সাংস্কৃতি বিষিয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন (নলছিটি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (নলছিটি), তথ্য গবেষনা ও আইসিটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম (নলছিটি), সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনি হালদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক সুদর্শন কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম তপু, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার এস এম কামাল, মোঃ হাবিবুর রহমান তালুকদার, ইঞ্জিনিয়ার এস এম কামরুল হুদা, ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার এনছার আলী, ইঞ্জিনিয়ার সুমন কানাই, ইঞ্জিনিয়ার মোঃ সোহেল, ইঞ্জিনিয়ার নাহিদ আক্তার, আব্দুল কাদের হাওলাদার। উক্ত কমিটিকে আগামী ২ মাসের মধ্যে অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা প্রদান করা হয় এবং সভায় শিক্ষকদের দাবী দাওয়া বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করার জন্য আহবান করা হয়।

স/মা