ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

abu naser
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন আজ।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। মধুমতী নদীবিধৌত তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর জন্ম। শৈশব কেটেছে চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলেপিঠে।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হলে তিনি সপরিবার ঢাকায় চলে আসেন। এরপর ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ হাসিনার শিক্ষাজীবন কাটে।

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল ১১ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‍্যালী, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, বীর মুক্তিযোদ্ধা এফ,এম সিদ্দিকুল আলম বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাচ আলী, কাইচাইল ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ইউনুচ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান ইলাহী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, শ্রমিক লীগের সভাপতি অহিদুল মান্দার, সাধারণ সম্পাদক বাকি সরদার, কৃষক লীগের সিনিয়র সহসভাপতি কাজি সানোয়ার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাতুব্বর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখা সভাপতি শওকত আলী মোল্লা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল মিয়া, ছাত্র লীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহান,সহ স্থানীয় আওয়ামিলীগের নেতাকর্মী বৃন্দ।

বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।