ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অহংকার

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

অহংকার

—আবু সাঈদ সৌরভ

অহংকার আছে যারে,
কে বলে মানুষ তারে?

অহংকার নাই যার,
উপদেশ দেবে তার।

অহংকার পতনের মূল
তুলে কর নির্মূল!

ধনে সম্পদে অহংকার
নিয়ে আসে মানুষ,মানুষের মনে!

যার নাই ধন তার বড় মন,
নিঃস্বার্থে উজার করে দেয় মন ও প্রান।

ধনি-গরিবের অহংকার করিবে,
ছাড়াবে কি করে?

অহংকার পতনের মূল,
তুলে কর নির্মূল!

একই রবি-শষি তারাই মোদের সাথী,
যেখানে যাবে সেখানেই তাদের পাবে।

এই সবুজে শ্যমলে,
যেখানেই যাবে অহংকার পাবে
যেখানেই যাবে অহংকার পাবে!

অহংকার পনের মূল,
তুলে কর নির্মূল!

চাইলে অহংকার থেকে মুক্তি
সবার কাছ থেকে হরণ কর যুক্তি!

যতই থাকুক না কেন ধন ও রতন,
অহংকার করলে হবে নাকো
অহংকার মুক্তো দেশের যতন।

 

 

লেখক পরিচিতি :

আবু সাঈদ সৌরভ
শাখাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,
মৌজাশাখাতী,কালিগঞ্জ,লালমনিরহাট
৮ম শ্রেনী

স/এষ্