স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো
রাজীব রায়হান ।। ১৯৭১ সালের ২৫ মার্চ। ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। শুরু হয় বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব। পাকিস্তানি হানাদার বাহিনীর ধর্ষণ ও গণহত্যার কলঙ্কিত অধ্যায়। অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান। গণহত্যা অভিযানের পর রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা।
৫৪ বছর আগের কথা। ২৬ মার্চের প্রথম প্রহর। ১৯৭১ সালের এই দিনে মুক্তির ডাক আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার আহ্বান। রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বাংলার মুক্তিকামী জনতা। সূচনা ঘটে বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। অকাতরে আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর।
৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ। এরপর ১৬ ডিসেম্বর। অর্জিত হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও চূড়ান্ত বিজয়। জাতি পায় একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। বিশ্বের বুকে ঘটে নতুন মানচিত্রের আত্মপ্রকাশ। কালের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তির ডাক। নেপথ্যের গল্প অনেক লম্বা। পটভূমি কিংবা পাটাতন একদিনে হয় না। শুরু সেই ১৭৫৭ সাল। পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত। ১৯০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নির্যাতন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে আসে ১৯৪৭। ধর্মের ভিত্তিতে ভারত ভাগ। পাকিস্তান ও ভারত নামে দুটি দেশের জন্মকাল। এরপর নানা সূত্রে বিভাজন। ভৌগলিক বিছিন্নতা, ভাষা ও সংস্কৃতির অমিল।
পূর্বপাকিস্তানের বাঙালি শোষণ ও পরাধীনতার শৃঙ্খল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর গভীর ষড়যন্ত্র। পূর্ব বাংলার মানুষের ওপর জেঁকে বসে নতুন জান্তা। সহযোগী জামায়াত। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি।
১৯৪৮ সালে গড়ে ওঠে বাংলা ভাষার দাবি। সেই আন্দোলনের সিঁড়ি বেয়ে ’৫২-র রাষ্ট্রভাষা আন্দোলন। মাঝে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে ’৬৯-এর গণঅভ্যুত্থান। ’৭০-এর ঐতিহাসিক সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। রায় মানতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর টালবাহানা।
১৯৭১ সালের ৭ মার্চ। বঙ্গবন্ধুর কালজয়ী ঐতিহাসিক ভাষণ। তারপর নানা ঘটনাপ্রবাহ। নানা দল মতের অংশগ্রহণ। স্থির হয় স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্য। ঐক্যবদ্ধ হয় বাঙালি জাতি। ২৬ মার্চ স্বাধীনতার ডাক। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। আজ মহান স্বাধীনতা দিবস। আজ আমাদের দিন।
লেখক
রাজীব রায়হান, কলামিস্ট ও সম্পাদক নিউজ ফ্ল্যাশ ৭১।