সালথা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আর নেই
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (৫৮) আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি।
আজ সোমবার দুপুর ১টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মৃত মালেক সরদারের ছেলে। ১৯৯১ সালের ডিসেম্বর সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০২৩ সালের মার্চ মাসে অবসরে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী নারানদিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন।
আজ বাদ মাগরিব ফরিদপুর এবং বাদ এশা সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ জন্মস্থান লক্ষনদিয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে তার মৃত্যুতে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক জানিয়েছেন।
স/এষ্