সালথা উপজেলা আ’লীগের সদস্য সরোয়ার মাতুব্বেরর ইন্তেকাল
সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য, বালিয়া বাজার বনিক সমিতির সভাপতি ও বালিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মোঃ সরোয়ার মাতুব্বর (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহীর রাজীউন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বালিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সরোয়ার মাতুব্বরের মৃত্যুতে ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাদ আছর মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।