ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও এক আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও এক আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের এজাহার নামীয় এক কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ (৫০) উপজেলার তিলোচ সোনারপাড়া মৃত- হাবিবুর রহমানের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত ১৯ আগষ্ট সোমবার রাতে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের তিয়রপাড়া মোড় নামক স্থানে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (২১ আগষ্ট) রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আসিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭জনের নাম সহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তিলোচ শিববাটি এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে তিলোচ শিববাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স/শাহীন