ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সম্প্রীতির বার্তা দিলেন গৌতম-মিলন

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনশেষে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা। ফুটবল, হকি কিংবা টেনিসের মত একটি খেলা। এই খেলাটি নিয়েই ভারত আর বাংলাদেশের সমর্থকরা মেতে উঠেছেন পরস্পরবিরোধী বক্তব্যে। এক কথায় সেটা এক বাকযুদ্ধ। সেই যুদ্ধ ক্রিকেটের বাইরে রাজনীতি এমনকী ধর্মীয় ইস্যুতও চলে গেছে। কিছু ক্ষেত্রে দুই দেশের মিডিয়াও এই লড়াইয়ে হাওয়া দিয়ে থাকে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই বিকর্কিত ম্যাচের পর থেকেই এই অবস্থা দুই দেশের।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পর প্রথমবারের মত ভারতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। স্বভাবতই এই টেস্ট ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে। এই বিশেষ ম্যাচটির সাক্ষী হতে ভারতে গেছেন ফাহিমুল হক মিলন। এই নামে তাকে কয়জন চিনবেন তাতে সন্দেহ আছে। তবে মিরপুরের গ্যালারির টাইগার মিলনকে চেনেন না এমন ক্রিকেট দর্শক নেই বললেই চল। একটি সংস্থার পক্ষ থেকে টাইগার মিলনকে ভারতে গিয়ে দেশকে সাপোর্ট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।

অন্যদিকে বাংলাদেশের শোয়েব কিংবা মিলনের মত ভারতেও আছে এক ক্রিকেটপ্রেমী। তার নাম সুধীর গৌতম। ভারতের ম্যাচ থাকলেই সেখানে ছুটে যান ক্রিকেটপাগল দরিদ্র এই মানুষটি। ২০১৫ সালে বাংলাদেশে এসেছিলেন। ভারত সিরিজ হারার পর কিছু উশৃঙ্খল বাংলাদেশি সমর্থক তাকে হেনস্থাও করেছিল। তখন তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন আমাদের শোয়েব-মিলনরা।

এবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অতিথি হয়ে যাওয়া টাইগার মিলনের পাশে এসে বসলেন গৌতম। এএফপির ক্যামেরায় ধরা পড়ল এই দারুণ মুহূর্তটির ছবি। দুই জন দুই দেশের সমর্থক। তাতে কী? সম্প্রীতিটাই আসল। সেটা খেলার মাঠে হোক, রাজনৈতিক অঙ্গনে হোক কিংবা ধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে।

স/শা