ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজগৌরীপুর আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাইটি-১৭

চমক নিউজ, ময়মানসিংহ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজগৌরীপুর আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাইটি-১৭

গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের রাজগৌরীপুর আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাইটি-১৭ ব্যাচ। এসএসসি-২১ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তাঁরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

মঙ্গলবার রাতে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায়
সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাজ্জাদুল হাসান।

গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুজিত কুমার দাস, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান সিরাজ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

ফাইনাল খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাক্কুল মুন্সি। এতে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মাইটি-১৭ এর মাসুদ ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পিয়াস।

এসএসসি-১৩ ব্যাচের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম শান্ত জানান- সকল ব্যাচের ভাইদের একত্র করার উদ্দেশ্যেই এ খেলার আয়োজন করা হয়েছে। এসএসসি-৯৬ থেকে এসএসসি-২৪ ব্যাচ পর্যন্ত সকল ব্যাচ এতে অংশ গ্রহণ করেন। সিনিয়র ও জুনিয়র দুইটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ জুনিয়র গ্রুপের ফাইনাল খেলায় এসএসসি-১৭ ব্যাচের মাইটি-১৭ চ্যাম্পিয়ন হয়েছে।